বিনোদন
শাকিব খানের ‘বরবাদ’–এর বুকিং মানি কত
‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান। ছবি: কোলাজ

সব অনিশ্চয়তা কাটিয়ে মুক্তির তালিকায় এখন আলোচিত নাম ‘বরবাদ’ সিনেমা। এই সিনেমা নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে প্রযোজক ও কলাকুশলীদের। জানা যায়, ইতিমধ্যে বুকিং মানি নিয়ে সিনেমাটির মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করছেন প্রযোজক। সেখানে এবারও সর্বোচ্চ বুকিং মানি নিয়ে এগিয়ে রয়েছে সিনেমাটি। সেটি কত লাখ টাকা, সিনেমাটির প্রযোজকের মুখেই শুনি।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার প্রথম আলোকে জানান, সিনেমাটি ইতিমধ্যে প্রায় ১০০ সিনেমা হলে মুক্তির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। তবে এই সংখ্যা কিছু কমলেও পুরো হলের সংখ্যা আরও বাড়বে বলে জানান এই প্রযোজক। দু–এক দিনের মধ্যে এটা চূড়ান্ত করবেন।