আন্তর্জাতিক
১২ কোটি ৫০ লাখ টাকার আর্চার ৩৬ বলে দিলেন ১০৭ রান

এই আর্চার আর নেই সেই আর্চার! ইংল্যান্ডের এই পেসারের বর্তমান পারফরম্যান্স দেখে এটাই বলতে হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ, আইপিএলে খাচ্ছেন বেধড়ক পিটুনি। কোনোভাবেই যেন ব্যাটসম্যানদের কাছ থেকে নিজেকে বাঁচাতে পারছেন না! উইকেট নিয়েও পুষিয়ে দিতে ব্যর্থ। সে কারণেই আর্চারকে নিয়ে প্রশ্নটা উঠছে।
এবারের আইপিএল আর্চার খেলেছেন মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে ৩৯টি বল করে খরচ করেছেন ১০৭ রান। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে কোনো উইকেট না পাওয়া আর্চার একাই দেন ৭৬ রান, যা আইপিএলে এক ইনিংসে রান বিলানোর নতুন রেকর্ড।